পটুয়াখালীতে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ১৫‘শ মন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প।
এ পলিথিন ব্যবসার সাথে জড়িত মনিকা রানী দে(৪০),আলী হোসেন বাচ্ছু(৪৮) এবং আলী আজম(৪৫)কে এক লাখ দশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রায়হান উজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দেন।
পটুয়াখালী র্যাব-৮‘র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব ফরহান বলেন,মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে নিষিদ্ধ পলিথিনের রমরমা ব্যবসা চলছে, এমন তথ্য র্যাবকে নিশ্চিত করে একটি সুত্র।
উক্ত সংবাদের ভিত্তিত্বে বুধবার দুপুরে র্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় ৬০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক এক কোটি বিশ লাখ টাকা। এসময় উল্লেখি তিন ব্যক্তিকে অর্থদন্ড দেয়া হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান-জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে সমাজকল্যান অধিদপ্তরের হস্তান্তর করা হয়েছে এবং রিসাইকেলিং করে অসহায় দুস্থ্য প্রতিবন্ধিদের হস্তশিল্পের কাজে ব্যবহার করে তাদেরকে অর্থ নৈতিক সাবলম্ভি করা হবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১