প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ২১:২৩
বকেয়া সম্মানী ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্নি চিকিৎসকেরা। বুধবার সকাল ১১টা থেকে তারা এ অবস্থান ধর্মঘট পালন করে। এতে করে সেবা বি ত হচ্ছে চিকৎসা নিতে আসা রোগীরা।
আন্দোলনরত চিকিৎসকরা জানান, গত জানুয়ারী মাস থেকে তারা তাদের সম্মানী ভাতা পাচ্ছেন না। কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও এ বিষয়ে তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা এ অবস্থান ধর্মঘট পালন করছে। যতক্ষণ পর্যন্ত তাদের সম্মানী ভাতা না পাবে সে পর্যন্ত তাদের এ কর্মসূচী চলতে থাকবে।
আর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাদেক জানান, আমি নতুন যোগদান করেছি। আমি শোনার সাথে সাথেই তাদের সাথে আলোচনায় বসেছি। যা জানতে পারলাম হাসপাতাল ফান্ডে টাকা না থাকায় ও আমার দায়িত্ব গ্রহণে সময় লেগেছে যে কারনে তাদের সম্মানী ভাতা পেতে একটু সময় লাগছে। দ্রুতই তারা তাদের প্রাপ্য সম্মানী ভাতা পেয়ে যাবেন।