প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১৪:২২
বাগেরহাটের শরণখোলায় ২৫ কে,জি ওজনের বিশালাকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সন্ধায় উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘের থেকে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ জয়নাল আদেবদীন জানান,
সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরের জালে একটি অজগর সাপ আটকা পড়েছে জানতে পেরে তিনি স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সি,পি,জি ও টাইগার টীমের সদস্যদের উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসার নির্দেশ দেন।
পরে তার উপস্থিতিতে বনরক্ষীরা সাপটি অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন। ২৫ কেজি ওজনের সাপটি ১৫ ফুট লম্বা। রেঞ্জ কর্মকর্তা জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপ গুলো প্রায়ই গ্রামে চলে আসে। গত ১ বছরে কমপক্ষে ৭০ টি অজগর সাপ গ্রাম থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১