বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট অধিনস্ত জাহাজ সমূহের তত্বাবধানে সোমবার (২৬ এপ্রিল) বিকালে মোংলা পৌর শহরের ফেরিঘাট, পোর্ট স্কুল রোড ও ফাতেমা চাইল্ড একাডেমি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতারির প্যাকেট বিতরণ করা হয়েছে।
এখানে মোট ১৫৪ প্যাকেট ইফতার (খিচুড়ি ও ডিম) বিতরণ করা হয়।এসময় বা নৌ জা মেঘনা জাহাজে কর্মরত সাব লেফটেন্যান্ট শওকত আলীসহ নৌবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও গত কয়েকদিনে মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী।
এসব ত্রাণ সামগ্রীর মধ্যেছিল চাল, আটা, লবন, বুটের ডাল ও ছোলা এবং ১০০ টাকা করে আর্থিক সহায়তা।