প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ২০:৩
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাফিউল আলম মুকুলের নেতৃত্বে দরিদ্র কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ।
শনিবার দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চর ফতেহপুর গ্রামের নবী মিয়ার (৫০) ৬৫ শতাংশ জমির ধান কেটে দেয় ছাত্রলীগের ৫০ জনের একটি প্রতিনিধি দল।
জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাফিউল আলম মুকুল জানান, “ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ করোনাকালীন সময়ে দরিদ্র কৃষকের পাশে ছাত্রলীগ যেনো থাকে। সেই কথা রক্ষার্থে আমরা গ্রামে খুঁজে খুঁজে দরিদ্র কৃষকদের ধান কেটে দেই।”
এসময় ধান কাটায় অংশ নেয় টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ, জেলা ছাত্রলীগের সদস্য রওনক সবুজ বাবু, প্রিন্স আহমেদ পরশ, কাগমারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কবির মিয়া, শাহরুখ আহমেদ শান্ত, শহর ছাত্রলীগ নেতা তামিম, প্রান্ত, দাইন্যা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেলসহ অন্যান্য নেতৃন্দবৃন্দ।
ধান কাটা শেষে কৃষক নবী মিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
#ইনিউজ৭১/জিয়া/২০২১