প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৭:৫৬
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নেভানো হয়। আগুনে গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘমারা বন ক্যাম্পের অধীনে বন বিভাগের স্টুডেন্ট ডরমিটরির প্রবেশপথের ডান দিকের ঘন বনে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন দেখা যায়। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্টুডেন্ট ডরমিটরি এলাকায় বনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, এখানে কিছু অবৈধ দখলদার আছেন। ধারণা করা হচ্ছে- প্রচণ্ড খরতাপের সুযোগ কাজে লাগিয়ে এসব অবৈধ দখলদাররাই আগুন লাগিয়েছেন। দেড় বছর আগেও এই বনে আগুন লেগেছিল।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী ঢাকা পোস্টকে জানান, বন বিভাগের লোকজন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। কী কারণে আগুন লাগল তা তদন্ত করবে বন বিভাগের তদন্ত কমিটি। এই ব্যাপারে আমদের কেউ জড়িত বা দায়িত্বে অবহেলা থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।
#ইনিউজ৭১/জিয়া/২০২১