ভোলার চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নে জোড়া দুই সহোদর খুনের ১৪দিন পর পোড়া দুই দেহাবশেষের মাথা ও খুনের কাজে ব্যবহৃত ছেনি উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।
শুক্রবার দুপুরে খুনের কাজে ব্যবহৃত ছেনি এবং গত বৃহস্পতিবার বিকেলে পোড়া দুই দেহাবশেষের বিচ্ছিন্ন দুটি মাথা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার মুল পরিকল্পনাকারী ও জমি গ্রহীতা মো. বেলাল’র দেয়া তথ্য মতে ঘটনাস্থলের অদুরে সুন্দরী খাল থেকে ছেনিটি উদ্ধার করা হয়। আর বিশেষ প্রক্রিয়ায় ঘটনাস্থলের একহাজার গজ উত্তরে ফরাজী বাড়ির মহিবুল্যার ঘরের পিছনের রিং স্লাব দ্বারা নির্মিত টয়লেটের সেপটি ট্যাংক থেকে মাথা দুটি উদ্ধার করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার জানিয়েছেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছেন লাশ দুটি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত উপেন্দ্র সরকারের ছেলে অমিত সরকার (৫৫) ও দুলাল সরকারের (৪০)।
এঘটনায় পুলিশ হত্যার মুল পরিকল্পনাকারী মো. বেল্লাল, বেলালের শ্বশুড় আবু মাঝি ও ভাই কাশেমকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের বরাত দিয়ে তিনি আরো জানান, জমি কেনা বেচার লেনদেনের জের ধরে ঘটনার রাত সাড়ে ৯টায় খুনিরা জমি বিক্রেতা দুই সহোদরকে ঘটনাস্থল আসলামপুর সুন্দরী ব্রিজ সংলগ্ন জামাল ভুইয়ার পরিত্যাক্ত বাগানে নিয়ে প্রথমে শ্বাস রোধে হত্যা করে।
পরে গভীর রাতে দেহ আগুনে পুড়িয়ে দেহ থেকে মাথা দুটি বিচ্ছিন্ন করে মাথা দুটি ওই টয়লেটের সেপটি ট্যাংক এ ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে সঙ্গে নিয়ে মাথা দুটি এবং ছেনি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ; গত ৮এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আসলামপুরের সুন্দরী ব্রীজ সংলগ্ন জামাল ভুইয়ার বাগানে স্থানীয় কৃষক আজাদ ছাগল চড়াতে গিয়ে পোড়া লাশ দেখে পুলিশকে জানালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠান।
#ইনিউজ৭১/জিয়া/২০২১