শিশুদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছে শিশুরাই, টাঙ্গাইলের ’শিশুদের জন্য ফাউন্ডেশন’ এই সংগঠনটি ব্যতিক্রম আয়োজন করেছে, শিশুদের স্বপ্ন পূরনের প্রচেষ্টায় অসহায় পথ শিশু আর ছিন্নমূলদের মাঝে ঘরে তৈরি ইফতার বিতরণ করে ’শিশুদের জন্য ফাউন্ডেশন’।
বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন নিন্ম আয়ের পরিবার। এ অবস্থার প্রভাব এই দরিদ্র পরিবারের শিশুদের মাঝেও পড়তে শুরু হয়েছে। বিষয়টি লক্ষ্য করেই টাঙ্গাইলে শিশুদের জন্য ফাউন্ডেশনের এ প্রশংসনীয় উদ্যোগ।
বৃহষ্পতিবার টাঙ্গাইল একোয়ার বস্তিতে ১২০ জন শিশুদের মাঝে ইফতার প্যাকেট বিতরন করে, শিশুদেও ছারাও শহরের অসহায় দুস্থ গরিব পঙ্গু লোকদের মাঝেও ইফতার প্যাকেট বিতরন করে থাকে। রমজানের পুরো মাসজুড়ে প্রতিদিন ২০০ প্যাকেট ইফতার বিতরণ করে আসছে এই সংগঠনটি। ইফতারের বাজার, খাবার তৈরি, প্যাকেট করা এবং বিতরণসহ যাবতীয় কার্যাবলী সম্পন্ন করেন সংঠনের সদস্যরাই। স্বেচ্ছাশ্রমের ভিওিতে এই সংগঠনের সদস্যরাই দায়িত্ব পালন করে আসছে।
ইফতারের প্যাকেট পাওয়া শিশুদের অভিভাবকরা জানান, “আমাদের সন্তানদের তারা নিজেদের সন্তানের মতই আপন করে নিয়েছেন। প্রতিবছরই তারা আমাদের শিশুদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করেন। এছাড়াও তারা আমাদের বাচ্চাদের লেখাপড়ার খোঁজখবর নেন। ঈদের মধ্যেও আমাদের ছেলে-মেয়েদের নতুন জামা কাপড় দিয়ে থাকে।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান,“ প্রতিবছরের ন্যায় এবছরও পুরো রমজান মাস জুড়েই অসহায়, এতিম, দুস্থ, সুবিধাবি ত শিশুদের মাঝে ইফতার বিতরণ করার উদ্যোগ গ্রহন করেছি।
ঈদের মধ্যেও আমাদের এই শিশুদের মাঝে নতুন জামা কাপড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহন করেছি। আশা করি আমদের মত সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় মানুষদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এদের দু:খ কষ্ট অনেকটাই লাঘব হবে বলে মনে হয়।”