প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ২৩:৬
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে তেলিকান্দি গ্রামে জমি বিরোধে ছুরিকাঘাতে একজন নিহতের খবর পাওয়া গেছে।
নিহত আবুল কাশেম মিয়া(৫০) পাকশিমুল ইউপির তেলিকান্দি গ্রামের মৃত মন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বাড়ির পাশের একটি জমি নিয়ে নিহত আবুল কাশেমের সঙ্গে প্রতিবেশি ছিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার ( ২২ এপ্রিল )সন্ধ্যায় ধানের খেড় রাখাকে কেন্দ্র করে ছিদ্দিক মিয়ার ছেলেরা কাশেমের ওপর হামলা চালায়। এসময় তাদের একজনের ছুরিকাঘাতে আবুল কাশেম গুরুতর জখম হয়। স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে নৌকাযোগে উপজেলা সদরে দিকে আনার পথে সে মারা যায়।
এ ব্যাপারে সরাইল থানা'র এস আই গৌতম চন্দ্র দে বলেন, নিহতের লাশ সরাইল থানা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলাবাহিনী ও এলাকা শান্ত রয়েছে।