
তহমিনার পাশে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ২১:১১

অসহায় তহমিনার কে টিন,নগদ টাকা ও খাদ্য সামগ্রী দিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়ার তহমিনার কুঁড়ে ঘরে গিয়ে ২ ব্যান্ড টেউ টিন, নগদ ৬ হাজার টাকা ও এক বস্তা খাদ্য সামগ্রী তার হাতে তুলে দেন।

এসময় সেখানে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু ,সাংবাদিক মোসলেম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, তহমিনাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি তাদের দৃষ্ঠিগোচর হয়। জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করি এবং তহমিনার জন্য একটা সরকারি ঘর বরাদ্দ করা হয়েছে। তার বর্তমান ঘরটি মেরামত করার জন্য ২ ব্যান্ড ঢেউ টিন,মেরামতের জন্য নগদ ৬ হাজার টাকা এবং এক বস্তা খাদ্য সামগ্রী তাকে দেওয়া হয়।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

সর্বশেষ সংবাদ
