প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৯:৫৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোঃ মোবারক হোসেন'র ছেলে হাফেজ মোঃঅলিউল্লাহ স্বাধীন(২৫)কে চাকুরী দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে হত্যা করা হয়েছে।
হত্যার খবর পেয়ে স্বাধীনের বাবা-মা কেঁদে কেঁদে পাগল প্রায়। ছেলে হত্যার খবর যেন কিছুতেই মনকে মানাতে পারছে না পিতার অবুঝ হৃদয়। স্বাধীনের বাবা মোঃ মোবারক হোসেন অশ্রুসিক্ত কন্ঠে বলছেন, পুতেরে কোনদিন উল্টা হাতে থাপ্পড় দিছি না, খারাপ খাওয়াইছি না কোনদিন। পুতেরে কেমনে লইয়া গেছে গা বাবুঅ। পুতেরে চাকরি দিব কইয়া নিয়া খাদায়লাইছে বাবুঅ। কেমনে গাতার মধ্যে খাদায় দিছে আমার পুতেরে, পুতের ধুম ডা যে কেমনে গেছে রে বাবুরে। এসব বলে বলে কেঁদে কেঁদে মূর্ছা যাচ্ছেন নিহত স্বাধীনের বাবা।
নিহত স্বাধীনের মায়ের কন্ঠ যেন বাকরুদ্ধ হয়ে আসে কথা বলতে গেলে ! ছেলে হারানোর বেদনা সইতে পারছে না কিছুতেই। ছেলেকে হাফিজি পড়াইছি আমাগোরে জানাজা পড়াইবো বলে। আমার সেই সোনার ছেলে রে চাকরি দিব কইয়া নিয়া মাইরা ফালাইছে রে বাবা বলেই মূর্ছা যান নিহত স্বাধীনের মা লুৎফা বেগম।
পারিবারিক সূত্রে জানা যায় গত ২২শে মার্চ দুপুরে স্বাধীনের বড় ভাই মনিরের সেলফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু মুক্তিপণের টাকা কিভাবে দিবে জানতে চাইলে উত্তর না দিয়ে ফোন কেটে দেয়।
হাফেজ মোঃ অলিউল্লাহ স্বাধীনের বড় ভাই মোহাম্মদ জিলানী (বাবু) ২৮মার্চ বুড়িচং থানায় একটি জিডি করেন এবং মোবাইল ট্রাক এর মাধ্যমে লামা থানায় অভিযোগ করলে লামা থানা পুলিশ অভিযান চালিয়ে তদন্তের মাধ্যমে ঘাতক মোঃ ফয়েজ ও মোঃ আরিফ কে গ্রেফতার করেন।
পুলিশের কাছে জবানবন্দিতে ঘাতকদের স্বীকারোক্তি, ২৫ শে মার্চ দুপুরে হাফেজ মোঃ অলিউল্লাহকে শ্বাসরোধ করে মেরে বান্দরবান জেলার লামার রুপসীপাড়া ইউনিয়নের শিংঝিরি নামক স্থানে গভীর জঙ্গলে মাটির নিচে পুতে রাখা হয়।
২০ এপ্রিল ২০২১ইং তারিখ রাতে বান্দরবানের লামা উপজেলার ৬নং রুপসীপাড়া ইউনিয়নের ১নং এবং ৫ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থান শিংঝিরি নামক এলাকার গভীর জঙ্গল থেকে লামা থানা পুলিশের অভিযানে হাফেজ মোঃঅলিউল্লাহ স্বাধীন (১৯) পিতাঃ মোবারক হোসেন গ্রামঃ বিষ্ণুপুর ৮নং ওয়ার্ড,৬নংফতেয়াবাদ ইউনিয়ন,থানা দেবীদ্বার, জেলাঃ কুমিল্লা নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত শেষে ২১এপ্রিল দুপুর ২ ঘটিকায় হাফেজ মোঃঅলিউল্লাহ স্বাধীনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন। স্বাধীনের লাশ রাত ১১টায় তার নিজ বাড়ি দেবীদ্বার উপজেলার বিষ্ণুপুর গ্রামে আনার পর স্বজনদের আহাজারিতে আশেপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। আজ ২২এপ্রিল সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করেন।এবং আসামিদের সকাল ১১টায় বান্দরবান জেলা জজকোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নিহত হাফেজ মোঃঅলিউল্লাহ স্বাধীনের বড় ভাই জিলানী বাবু।
#ইনিউজ৭১/জিয়া/২০২১