প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৭:৩৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ও চেয়ারম্যান উত্তরণ ফাউন্ডেশন এর সার্বিক ব্যাবস্থাপনায় করোনা কালীন সময়ে অসহায় হয়ে পড়ে থাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে।
উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ১৩'শ অসহায় যৌনকর্মীদের মাঝে পোলার চাউল ১কেজি, সয়াবিন তেল ১ কেজি, ডাউল ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাঃ, দুধ ১ প্যাঃ, বিষ্কুট ১ প্যাঃ, খেজুর ৫০০গ্রাম, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, ছোলা ১ কেজি, সাবান ১ টি খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় নারী ঐক্য সংগঠন এর সার্বিক সহযোগিতায় উত্তর দৌলতদিয়া সোহরাপ মন্ডল পাড়া সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের বাড়ির আঙ্গিনায় ১৩'শ জন অসহায় যৌনকর্মীর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময়, রাজবাড়ী জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ ( অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, ডিআইজি হাবিবুর রহমান স্যার তার উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসহায় মানুষের জন্য কাজ করেন। যৌনকর্মীরা তাদের অন্যতম।গতবছর লকডাউনের সময়ও দেশের সর্ববৃহৎ এ যৌনপল্লীতে ফাউন্ডেশনের পক্ষ হতে ব্যাপক ত্রান কার্যক্রম পরিচালনা করা হয়।
এবারো তিনি খবর পেয়ে চলমান লকডাউনে অসহায় যৌনকর্মীদের পাশে দাড়ালেন। এ কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।
অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, করোনার কারণে গত একটি বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দারা অনেকটা অসহায় হয়ে পড়েছে। দীর্ঘদিন লকডাউন থাকায় তারা অনেক মানবেতর জীবন যাপন করেন। এরপর গত সোমবার থেকে সরকারীভাবে লকডাউন ঘোষনা করায় সবাই অসহায় হয়ে পড়ে।
এই সময় এসব অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দেওয়ায় আমরা উত্তরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান স্যারের প্রতি চির কৃতজ্ঞ প্রকাশ করছি।
#ইনিউজ৭১/জিয়া/২০২১