প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৯:৫২
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টাঙ্গাইলে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে শহরের বিভিন্ন মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলে লকডাউন অমান্য করায় ১০ টি মামলায় ১৫ হাজার ২০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে।
১৮৬০ সালের ২৬৯ ধারায় জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
#ইনিউজ৭১/জিয়া/২০২১