প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ২৩:১৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সরকার কর্র্তক জারিকৃত কঠোর লকডাউনের প্রথম দিনে চিকিৎসককে জরিমানা করে সমালোচনা তৈরি হওয়ায় জরিমানার টাকা ফেরত পাচ্ছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক নাজমুল ইসলামের জরিমানা মওকুফ করা হয়েছে। আজ বুধবার রাতে চিকিৎসক নাজমুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের একটি সূত্র ইনিউজ৭১ কে এ কথা জানিয়েছেন।
নাজমুল ইসলাম বলেন, সন্ধ্যার আগে একজন পুলিশ কর্মকর্তা তাঁকে ফোন করেছিলেন। তিনিই জরিমানা হিসেবে আদায় করা টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানান। বৃহস্পতিবার সকালে হাসপাতালের কাজ সেরে ফেরার পথে তিনি টাকা ফেরত নেবেন।
এদিকে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলেছে, আজ সারা দিনে কয়েক হাজার চিকিৎসক কাজে বেরিয়েছেন। যাঁরা পরিচয়পত্র দেখিয়েছেন তাঁদের বেশির ভাগ কোনো সমস্যায় পড়েননি। অল্প কয়েকজন সমস্যায় পড়েছেন। জরুরি সেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখালে সমস্যায় পড়বেন না।
নাজমুল ইসলাম রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক। সকালে মুন্সিগঞ্জ থেকে নিজের গাড়িতে কর্মস্থলে আসার পথে পুলিশ চেকপোস্টে তাঁকে থামতে হয়। সেখানে তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি জানিয়ে তাঁর স্ত্রী ইসরাত জাহান ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এরপর বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার জন্ম হয়।
#ইনিউজ৭১/জিয়া/২০২১