টেকনাফ উপজেলার হ্নীলায় মুদির দোকানে অভিযান চালিয়ে বত্রিশ হাজার ৩’শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা।
এসময় দোকানে মাদক ইয়াবা মজুদ রাখার অপরাধে মোঃ রাশেদ মিয়া নামে এক যুবককে আটক করে। ১১ এপ্রিল রবিবার বেলা ১১ টারদিকে ইয়াবা জব্দ ও ওই যুবককে আটক করে।
সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় হ্নীলা বিজিবি বিওপি হতে আড়াই কিলোমিটার পশ্চিমে কাঠের ‘স’ মিলের পাশে পানের দোকানে ইয়াবা মজুদ রাখার গোপন সংবাদ পেয়ে তল্লাশি চালায় বিজিবি।
এসময় দোকানের ডীপ ফ্রিজের পিছনে আঁড়ে লুকায়িত অবস্থায় ইয়াবা ভর্তি একটি বড় আকারের প্যাকেট জব্দ করে। পরে বিজিবি জওয়ানরা উক্ত প্যাকেটটি খুরে গণনা করে ৩২ হাজার ৩৫০ পিস ইয়াবা পায়। এসময় হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়ার জহুর আলমে পুত্র মোঃ রাশেদ মিয়া (১৯) কে আটক করা হয়।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্র্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান রবিবার সন্ধ্যায় সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃৃত আসামীকে ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১