প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১০:২৫
আগামী দুদিন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। প্রধান সঞ্চালন পাইপ লাইনের পিগিং কাজের জন্য শনিবার ও রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস কর্তৃপক্ষ জানায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ শহরসহ ফতুল্লা থানার আশপাশের এলাকা ও মুন্সিগঞ্জ জেলার গ্যাস সরবরাহের বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ প্রধান সঞ্চালন পাইপ লাইনের পিগিং কাজ চলবে।
এ কারণে শনিবার ও রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।এদিকে সকাল থেকেই গ্যাস না থাকায় বিপাকে পড়েন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকাবাসী।