প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৮:২৫
নানা আয়োজনে নাটোরের গুরুদাসপুরে যথাযথ মর্যদায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি প্রমুখ উপস্থিত ছিলেন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা যুদ্ধে শহিদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।