প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৭:১১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দিঘীরহাট এলাকায় রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেন ও ট্রলির সংঘর্ষে ২ জন আহত হয়েছে।
সিঙ্গিমারী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, ট্রলি নিয়ে ওই রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে সিঙ্গিমারী ইউনিয়নের মোক্তারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আশিকুর রহমান ও ধুবনী গ্রামের মকু শেখের ছেলে হামিদুল।
এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।সংঘর্ষে হামিদুলের ২ পায়ের গিরা ও এক হাতের কব্জি পড়ে যায় এবং আশিকুর মাথায় প্রচণ্ড আঘাত পান। দুজনকেই উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।