প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ২২:৩৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ফাইনাল খেলায় পঞ্চগড়ের স্বপ্নার গোলে ১-০ রংপুর নারী ফুটবল দলকে হারিয়ে জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবলে প গড় চ্যাম্পিয়ন হয়েছে।
দিনাজপুর ষ্টেডিয়ামে ১৭ মার্চ বুধবার বিকেলেচট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল খেলায় প গড় নীলফামারী অংশ নেয়। খেলার প্রথমার্ধে ২৩ মিনিটে স্বপ্না প গড়ের হয়ে একমাত্র গোলটি করে। খেলা শেষে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ট্রফি বিতরন করেন।