প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ১৭:৩৭
গাজীপুরের কালিয়াকৈরে চাদা না পেয়ে বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মাটিকাটা এলাকায় জি এস লাইন নামের এক উত্তরবঙ্গগামী বাস কাউন্টারে হামলা চালায় ওই এলাকার চাদাবাজ বাহারুল বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় শনিবার সকালে ওই বাস কাউন্টারের মালিক আবু সাইদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে ওই বাস কাউন্টারের মালিক আবু সাইদের কাছে চাদা দাবী করে আসছিল বাহারুল।
গত শুক্রবার রাতে কাউন্টারের মালিক সাইদ যখন হিসেব করছিল এমন সময় বাহারুলের নেতৃত্বে আচমকা আক্রমন করেন শিপন সিকদার, জয় সিকদার, শুভ সিকদার, নাসিরসহ ১০ জনের একটি দল। এসময় কাউন্টার ভাঙচুর করে নগদ দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়েছে।
এ ঘটনা বাহারুল সিকদার ই নিউজ ৭১কে মোবাইল ফোনে জানান,আবু সাইদকে প্রতিদিন মারবো অভিযোগ করে যা পারে তা করুক। কালিয়াকৈর থানার (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, বাস কাউন্টার ভাংচুরের অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।