প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১৭:২৭
নরসিংদীর পলাশে আট বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে শংকর ধর (৫০) নামে এক মুদি দোকানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌরসভার নতুন বাজার এলাকার সকাল সন্ধ্যা সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শংকর ধর ঘোড়াশাল পৌর এলাকার ধলাদিয়া গ্রামের মনোরঞ্জন ধরের ছেলে। পুলিশ ও ভুক্তভোগি পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যা রাতে মাদ্রাসা থেকে ফেরার পথে সকাল সন্ধ্যা সুপার মার্কেটে শংকর ধরের মুদি দোকানে চকলেট দেওয়ার কথা বলে ওই শিশুকে ডেকে নিয়ে অশ্লীলভাবে শিশুটির লজ্জাস্থানে হাত দেয়।
পরে এক পর্যায়ে শিশুটির প্যান্ট খুলে তাকে ধর্ষণ চেষ্টা চালালে শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শংকর তাকে ছেড়ে দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ শংকর ধরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে।