প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১২:৪৮
দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে রবিউল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি গোয়েন্দা সংস্থা।
বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার সময় হিলি রেলওয়ে স্টেশনের পেছনের সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।হিলি গোয়েন্দা সংস্থার সুত্রে জানায়, আটককৃত রবিউল ইসলাম গত ৫দিন পূর্বে উপজেলার চুড়িপট্রি ফুটবল খেলার মাঠ এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে।
বুধবার (১০ মার্চ) সকালে জয়পুরহাট-২০ এর অধীনে হিলি সিপি ক্যাম্পের কর্তব্যরত সৈনিক সাইফুল ইসলাম তাকে আটক করে।আটককৃত যুবক হাকিমপুর উপজেলার বালুচর এলাকার হাসান আলীর ছেলে বলে জানান বিজিবি।