রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিতকৃত জেলেদের মধ্যে ভিজিএফ ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ট্রাস্কফোর্স কমিটির আয়োজনে গোয়ালন্দ পৌরসভায় নিবন্ধনকৃত কার্ডধারী ১৪৩ জন জেলের মধ্যে এ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. নাহিদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন, পৌর প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান প্রমুখ।
এরপর একই দিনে দৌলতদিয়ায় নিবন্ধনকৃত ৬৬১ জেলে ও ছোট ভাকলায় ৯৩ জন জেলের মধ্যে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।
জেলেদের উদ্দেশ্যে ইউএনও নাহিদুর রহমান বলেন, গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরনসহ যেকোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলের এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান। সেই সাথে নদীতে সরকারী আদেশ অমান্য করে যদি কেউ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে তাহলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।