প্রকাশ: ৯ মার্চ ২০২১, ২০:১৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ধামরাইয়ে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক করেছে র্যাব-৪। এসময় জুয়া খেলার নগত ২৩,৬০০ টাকাসহ ৪ সেট প্লেয়িং কার্ড ও ৫টি মোবাইল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ ) সন্ধ্যার দিকে সিপিসি-২, র্যাব-৪ নবীনগর কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার, বিএন রাকিব মাহমুদ খাঁন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৯ মার্চ ) দুপুরের দিকে ধামরাইয়ের ধামরাই ইউনিয়নের হাজীপুর শ্মশান ঘাট এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, মোঃ আরশেদ আলী (৩৮), মোঃ আবু সাঈদ (৪০), মোঃ সাব্বির (৩৮), মোঃ শওকত হোসেন (৪৫), মোঃ রাকিব হাসান (৩৫), মোঃ সুলতান (৪২), মোঃ ওয়াজেদ হোসেন (৪৪) এরা সবাই ঢাকা জেলার ধামরাই এলাকার বাসিন্দা। এদের মধ্যে চাঁদপুর জেলার মোঃ রিপন মিয়া (৩৯)।
সিপিসি-২, র্যাব-৪ নবীনগর কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার, বিএন রাকিব মাহমুদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে ধামরাইয়ের ধামরাই ইউনিয়নের হাজীপুর শ্মশান ঘাট এলকায় কয়েকজন জুয়ারি জুয়া খেলছে। পরে তার নেতৃত্বে ঝটিকা অভিযান চালিয়ে জুয়া খেলার প্লেয়িং কার্ড ৪ সেট, ৫ টি মোবাইল সেট, জুয়া খেলার নগত ২৩,৬০০ টাকাসহ হাতে নাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা সবাই নিয়মিত জুয়া খেলে আসছিলেন বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।