প্রকাশ: ২ মার্চ ২০২১, ১৩:৪১
নারায়ণগঞ্জের সোনারগাাঁয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মোশারফ মল্লিককে গ্রেফতার পুলিশ। নির্যাতিত শিশুটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ গতকাল সোমবার তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোশারফ মল্লিক (৫৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চেচরী গ্রামের মৃত কালু মল্লিকের ছেলে। তিনি কাঁচপুরে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তিনি ফয়েজীয়া কওমীয়া নুরানী হাফেজীয়া মাদরাসার শিক্ষক।
নির্যাতিত শিশুটির মায়ের অভিযোগ সূত্রে জানা গেছে, তারা পরিবার নিয়ে কাঁচপুর এলাকায় বসবাস করেন। তার স্বামী একজন গার্মেন্ট শ্রমিক। সে সুবাদে বাড়ির পাশে ফয়েজীয়া কওমীয়া নুরানী হাফেজীয়া মাদরাসা ও এতিম খানার তার মেজ মেয়েকে পড়াশুনার জন্য ভর্তি করান। শিশুটি প্রতিদিন সকালে মাদ্রাসায় যায় এবং রাতে মাদ্রাসা থেকে বাসায় ফিরে।
চলতি মাসের ২৩ তারিখ বিকেলে মাদ্রাসা শিক্ষক মোশারফ মোল্লা তার ৭ বছরের মেয়েকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বাসায় গিয়ে শিশুটি তার মায়ের কাছে সব খুলে বলে। এরপর শিশুটির মা সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে।সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।