প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
আশুলিয়ায় রাতের আধারে কবরস্থান থেকে কবর খুড়ে ১৬ টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে এ সংক্রান্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকার জান্নাতুল বাকী কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। তবে এক দিনই নয়, বেশ কিছুদিন ধরে এতো কঙ্কাল চুরি করেছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে ওই কবরস্থানে স্থানীয় নারীর মরদেহ দাফন করতে যায় এলাকাবাসি। এসময় পুর্বের অন্যান্য কবরের মাটি খোড়া দেখতে পায় তারা। পরে কবরের পাশে গিয়ে দেখতে পায় কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।