প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৩
রাজধানীর মানিকদীতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসমত আলী।তার বাবা আজমত আলী জানান, গতরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মানিকদী বাজারে আসমত গুলিবিদ্ধ হন।
পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।