প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৫
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়ায় ইউনিয়নে এস,বি, কে আদেলউদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় শহীদ মিনারের আদলে নির্মিত ৪৪ফিট উচ্চতার দেশের দ্বিতীয় সর্ববৃহৎ শহীদ মিনার উদ্বোধন করা হয়,
(১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে এই শহীদ মিনারটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ শহীদ মিনার। যেখানে জাতীয় শহীদ মিনারের উচ্চতা ৪৬ ফিট। এই শহিদ মিনারের উচ্চতা ৪৪ ফিট।
এস,বি, কে আদেলউদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজ মাঠে এই শহীদ মিনারের প্রতিষ্ঠাতা সদর উপজেলার শিরখাড়া ইউপি মজিবুর রহমান হাওলাদার।শহীদ মিনার নির্মানে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা, এর মধ্যে সরকার মাত্র ৬ লাখ টাকা দিয়েছে বাকি সব ইউপি চেয়ারম্যানের নিজ অর্থ।
এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের অায়োজন করা হয় এতে এস বি কে অাদেল উদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মো শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড ওবাইদুর রহমান খান কালু, সদর উপজেলা অাওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদ সদস্য নুর জাহান পারুল, সদরের এলজিইডি প্রকৌশলী মনোয়ার হোসেনসহ প্রমূখ।