প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় রাসেল মিয়া(১৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত রাসেল মিয়া পাইকের ছড়া ইউনিয়নের চর পাইকেরছড়া গ্রামের মওলানাপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাসেল মিয়া কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সড়কের দেওয়ানের খামার সাহা ফিলিং ষ্টেশনের পাশ দিয়ে অটো রিক্সাযোগে ভূরুঙ্গামারী বাজারে আসছিল।
এসময় পিছন থেকে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০২২০৮) অটোরিক্সাকে ধাক্কা দিলে গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার নীচে পরে ঘটনাস্থলেই মারা যায়। ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান দূর্ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।