প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪১
দিনাজপুরের হিলি সীমান্তের পৃথক পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫১৯ বোতল ফেন্সিডিল ভারতীয় মদ, ১কেজি গাঁজা, ভারতীয় শাড়ী ৪২ পিস উদ্ধার করছে বিজিবি।বিজিবি জানায়, বুধবার দুপুর২ টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হিলিসিপি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা মালিক বিহীন ৩৯৩ বোতল ফেন্সিডিল,
গাঁজা ১কেজি,ভারতীয় শাড়ি ২১পিস, ভারতীয় মদ, ঘাসুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা মাঠ থেকে ১২৬বোতল ফেন্সিডিল, ভারতীয় শাড়ী ২১পিস, এছাড়া ১৭ প্রকারের ভারতীয় মালামাল,এবং দাউদপুর বিওপির সদস্যরা ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৫০৪৮২০/- (পাঁচ লক্ষ চার হাজার আটশত বিশ) টাকা মাত্র বলেও জানিয়েছেন অধিনায়ক ।