প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৮
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে থেকে ৮ কেজি ৫০০ গ্রাঃগাঁজাসহ শরিফুল নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। বুধবার(১৭ ফেব্রুয়ারি ) অনুমান সকাল দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া খেলার মাঠ এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
শরিফুল ইসলাম জেলার বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আঃ রউফের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানা সুত্রে জানাযায়,বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি)গাজী মোঃ সাখাওয়াত হোসেনে'র নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক,
এটি এসআই কাঞ্চন সর্দার, এএসআই গোরাঙ্গ,এএসআই হাসান আলীসহ সংগীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পাচার কালে তাকে আটক করেছে পুলিশ।বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি )গাজী মোঃ সাখাওয়াত হোসেন বলেন,সরাইল কুট্টাপাড়া এলাকা থেকে শরীফুল ইসলামকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
গ্রেপ্তারকৃত শরিফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।উল্লেখ্য গত কাল রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড় মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচিলনা করে মাদক পাচারকালে নুরচান নামের এক মাদক পাচারকারীকে গাঁজাসহ আটক করে পুলিশ।