প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২১
গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকালে একখন্ড বিতর্কিত জমির দখল নিয়ে সংঘর্ষ প্রতিপক্ষের লাঠির আঘাতে ফজল সরকার (৫৫) নামে ১ জন নিহত হয়েছে। নিহত ফজল সরকার উপজেলার রশীদপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
জানা যায়, উপজেলার রশিদপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ফজল সরকার সাথে একই গ্রামের আহাদুর আলীর পুত্র সোলাইমানের সাথে একখন্ড বিতর্কিত জমির দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমাসহ নানা বিরোধ চলে আসছে ।
এই বিরোধের জের ধরে ওই দিন সকালে রশিদপুর নামা পাড়া এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে সেলাইমানের এলোপাতাড়ি লাঠির আঘাতে ফজল সরকার মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে ফজল সরকারের আতœীয় স্বজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজীব চক্রতী বিষয়টি নিশ্চিত করেছেন।