প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫১
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পণ্ডিত শাহবুদ্দিন আহমেদ, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান,মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, থানা পুলিশ,
নৌপুলিশ, কোস্টগার্ড, হিজলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তালুকদার মামুন সহ সভা সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ। সভায় মাদক, বাল্যবিয়ে,নারী নির্যাতন, ইভটিজিং বিষয়ে আলোচনা ছাড়াও করোনা টিকা দেয়ার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি মার্চের ১তারিখ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত টানা দু মাস নদীতে মাছ না ধরার উপর নিষেধাজ্ঞা নিয়ে উন্মুক্ত আলাচনা করা হয়েছে।