প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:২১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রপুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।১৫ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টাকার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে,
এসআই মোঃ ইউনুস মিয়া সহ সঙ্গীয় অভিযানিক সদস্যরা ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের রাস্তা থেকে আলাউদ্দিন নামক এক যুবক কে আটক করে।তার শরীরে বিশেষ কায়দায় প্লাস্টিক মোড়ানো একটি প্যাকেট থেকে ২ হাজার ৯ শত ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আলাউদ্দিন ঘুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিজিবি সংলগ্ন মন্ডল পাড়ারমোঃ আলমের ছেলে।এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনের সংশ্লিষ্টধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।