প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০
ভালোবাসা এমন একটা শব্দ যা সবার ভিতরেই জন্মায়।আজ বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের ফাগুন মাসের শনিবার ( ১৩ ফেব্রুয়ারী) ছিল প্রথম দিন। দুটি দিনকে ঘিরে উল্লাপাড়ায় বেশ কয়েক দিন ধরে সেজেছে ফুলের দোকান গুলো। আর প্রতিটি ফুলের দোকানে ফুলের শোভা ছড়াচ্ছে। এসময় দেখা যায় ফুলের দোকান গুলোতে স্কুল-কলেজগামী বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা এসেছে ফুল কিনছে।
বিভিন্ন ধরনের ফুল কিনে খুসি তারা। এদিকে দোকানীরাও বিভিন্ন ফুলের পসড়া সাজিয়ে বসে আছে। প্রতিবারের মত এবার ফুল বিক্রি ভালো হবে এমন আশায়। নানা বয়সীর মেয়েরাও সেজেছেন ফুলের তৈরি মালা দিয়ে। ফুলের ঘরগুলোতে সুন্দর করে তৈরি করা হয়েছে তোড়া, গাদা ফুলের মালা ও সতেজ রাখতে গোলাপ, রজনীগন্ধা ও গেলোডিলাক্স,ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছিলো
পানিভর্তি বালতিতে। ফুল বিক্রেতা প্রভু ফুল ভান্ডারের মালিক মিষ্টার তাপস জানান,বছরের অন্যান্য দিনের তুলনায় ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদা থাকে অনেক বেশি। তবে এবারে করোনার কারনে স্কুল,কজেল বন্ধ থাকায় তেমন একটা চাহিদা নেই।
আর প্রতি বছরে ফুল বিক্রি করে অনেক টাকা আয় হয় কিন্তুু এবার তা হবে না। গোলপ প্রতি পিছ,২০ টাকা জারবারা,৩০ গেলোডিলাক্স ২৫,গাঁদার মালা ৪৫ এবং মাথায় দেয়া তোরা বিক্রি হচ্ছে ২০০ টাকায় । ঋতুরাজ বসন্ত ও বিশ্ব
ভালোবাসা দিবসকে ঘিরে গত কয়েকদিন থেকে আমাদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ । নতুন ফুল আনা, সেগুলো দিয়ে মালা তৈরি করাসহ বিভিন্ন কাজে কাটছে দিনের ব্যস্ত সময়। তবে আশা অনুরুপ তেমন একটা বেচা বিক্রি নেই।
ফুল কিনতে আসা আলমগীর হোসেন জানান,এ ধরনের দিবসগুলোতে যেন ফুলের বিকল্প কিছুই নেই। আর তাই প্রিয়জনকে উপহার দিতে দোকানে এসেছি ফুল কিনতে। তবে অন্য দিনের চেয়ে আজকে দিনে ফুলের দাম অনেক বেশি হয়ে থাকে। তবুও আজকের এই দিনে সবাই তার প্রিয়জনকে ফুল উপহার দিয়ে থাকে।