প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০
নেছারাবাদে স্ত্রী মরিয়ম(৩৫) কে বাচাতে বিত্তবানদের ধারে ধারে ঘুরছেন খেটে খাওয়া দিনমজুর আবুল হোসেন। আবুল হোসেনের স্ত্রী গত এক বছর যাবত ব্রেষ্ট ক্যানসারে ভুগছেন। দিনমজুর আবুল হোসেনের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তার বড় ছেলে এবার অষ্টম শ্রেনীতে পড়ে এবং মেয়ে তৃতীয় শ্রেনীতে পড়াশুনা করে। ওই দম্পত্তি উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আরামকাঠি গ্রামের বাসিন্দা। অসহায় আবুল হোসেন জানান, গেল এক বছর পূর্বে তার স্ত্রী মরিয়ম অসুস্থ হয়ে পড়ে।
এসময় অনেক ধারদেনা করে ঢাকায় গিয়ে তার স্ত্রীকে ডাক্তার দেখালে ব্রেষ্ট ক্যানসার ধরা পড়ে। পরে ডাক্তারের পরামর্শে অপারেশন করে স্ত্রীর ডান ব্রেষ্ট কেটে ফেলেন। হটাৎ, গত তিন মাস পূর্ব থেকে স্ত্রী মরিয়মের ডান হাত ফুলে উঠে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আবার ঢাকায় গিয়ে ডাক্তার দেখালে সেখান থেকে তার স্ত্রী মরিয়মের শরীরের একটি পরীক্ষা দেয়া হয়।
যে পরীক্ষা মূল্য ২৫ হাজার টাকা। যে টেষ্টের ব্যায়ভার স্বামী আবুল হোসেনের কাছে দুরহ ব্যপার। বর্তমানে মরিয়ম খুব অসুস্থ হয়ে পড়েছে। আবুল হোসেনের স্ত্রী মরিয়ম জানান, নিজের জন্য নয়, ঘরে ছোট ছেলে মেয়ের জন্য সে দুরারোগ্য ক্যানসার থেকে বাচতে সমাজের দয়াবান, বিত্তশালীদের সাহয্য কামনা করছেন। আবুল হোসেনের বিকশ মোবাইল নাম্বার: ০১৭৭৯-২৭০৪২৫