প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬
বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুবউদ্দিন আহমেদের জানাযা এবং দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরীর চৌমাথা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে নগরীর মুসলিম গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মেঝ ছেলে সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম মুন্না জানাযা নামাজে ইমামতি করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), সংসদ সদস্য অধ্যাপক শাহ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার), জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,
সাবেক এমপি আলহাজ¦ মনিরুল ইসলাম মনি, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, কেন্দীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার, জাপা চেয়ারম্যনের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, জেলা জাসদ সম্পাদক এ্যাড. আঃ হাই মাহাবুব,
মহনগর যুব লীগ আহবায়ক ও প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন সহ সরকারী বিএম কলেজ অধ্যক্ষ, সরকারী হাতেম আলী কলেজ অধ্যক্ষ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ জানাযা নামাজে অংশগ্রহণ করেন।
জানাযা শেষে মরহুম মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতির পক্ষে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার তার কফিনে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার মরদেহ নগরীর মুসলিম গোরস্থানে চির শায়িত করা হয়।
এদিকে বেলা ১২টার দিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি মরহুমের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং তার রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ সহ বিভিন্ন ওয়ার্ডে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
উল্লেখ্য বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কমান্ডার শেখ কুতুব উদ্দিন মঙ্গলবার সকাল পোনে ১০টায় রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।