প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫২
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ৩নং আলিহাট ইউনিয়নের ৬৯৮ জন হতদরিদ্র ও অসহায়দের মাঝে সরকার প্রদত্ত নতুন ভিজিডির কার্ড ও (প্রতি মাসে ৩০ কেজি) চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারী)সাকাল ১১ঃ৩০ মিনিটে উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব কার্ড ও চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর, ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম, ট্যাক অফিসার মাহমুদুননবী, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।