প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৫
পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভূঞাপুর প্রেসক্লাব। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন খাঁন, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, মিজানুর রহমান, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, আব্দুর রশিদ তালুকদার,
মোঃ আসাদুল হক, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মোঃ আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।প্রসঙ্গত, বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি হিন্দু পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে হিন্দু পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের বাধা দেয়। কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি স্থানীয়দের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
এসময় ছবি তুলতে গেলে বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এ কে বিজয়ের ওপর হামলা চালায় তারা। এঘটনায় সাংবাদিক বিজয় গতকাল রাতেই বাসাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।