প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৭
সারাদেশের সাথে একযোগে বরিশালেও শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচী। রবিবার সকাল ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) কেন্দ্রে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ কর্মসূচির উদ্বোধন করেন।
হাসপাতালের পরিচালক ডাঃ মো বাকির হোসেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো মনিরুজ্জামান শাহিন উদ্বোধনী অনুষ্ঠানে টিকা গ্রহন করেন। পরে অন্যান্য ডাক্তার এবং নার্সরা টিকা গ্রহণ করেন। প্রথম দফায় টিকা গ্রহনকারীরা টিকার কোন পাশর্^ প্রতিক্রিয়া অনুভব করেননি এবং এতে ভয়ের কিছু নেই বলে তারা জানান।
করোনার টিকা প্রদানের কর্মসূচিতে উপস্থিত থেকে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সকলকে উৎসাহ প্রদান করেন। এ সময় সিটি মেয়র বলেন, কোন ভয় নয়, নিজেদের প্রয়োজনেই এ টিকা নিতে হবে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত বলে ভয় কাটিয়ে সুরক্ষিত থাকার জন্য জনগণকে টিকা গ্রহণের আহ্বান জানান মেয়র।
এদিকে সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিঃ পুলিশ কমিশনার প্রলয় চিসিমকে কোভিড-১৯ টিকাদানের মধ্য দিয়ে টিকাদান কেন্দ্র বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল এর শুভ উদ্বোধন করা হয়। এরপর টিকা গ্রহণ করেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি একেএম এহসান উল্লাহ্,
জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাইমুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম,
উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) আকরামুল হাসান সহ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বরিশালের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীবৃন্দ।
অপরদিকে রবিবার সকালে বরিশালের বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাঃ গোলাম কিবরিয়া ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তিলত্তমা শাহরিন’র শরীরে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। প্রথম দিনে ডাক্তার, নার্স,
সেনাবাহীনিসহ বিভিন্ন পেশার ৩০ জনকে ভ্যাকসিন দেয়ার মাধ্যমে কর্মসূচির সুচনা করা হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হল রুমে এক আলোচনা সভায় উপজলো নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজলো স্বাস্থ্য কর্মকর্তা (প.প) ডাঃ সুভাস সরকারের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্বোধন ঘোষনা করে বক্তব্য রাখনে,
করোনা নিয়ন্ত্রন কমিটির উপদেষ্টা, উপজলো আওয়ামী লীগেরে সভাপতি ও উপজলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইকবাল আহাম্মেদ আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীরু সামসুন্নাহার, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ প্রমুখ।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, অন্যান্য টিকার ন্যায় কারোর পাশর্^ প্রতিক্রিয়া দেখা দিলে তারা টিম রেখেছেন। তাই কোন অপপ্রচার বা গুজবে কান না দিয়ে তার ন্যায় সবাইকে করোনা থেকে রক্ষা পেতে টিকা নিতে হবে বলেন তিনি।ইউনিয়ন পর্যায়ে প্রথম দিন কোন বুথ করা হয়নি বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।
উল্লেখ্য বরিশাল সিটি করপোরেশন এলাকায় মোট ১৭টি কেন্দ্রে প্রথম দিন টিকা নেয়ার জন্য ইতিপূর্বে রেজিস্ট্রেশন করেছেন ৪২৭জন। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেলের বুথে ১৮১জন, জেনারেল হাসপাতালে ১২১জন এবং পুলিশ হাসপাতালে ১২৫জন নিবন্ধিত রয়েছেন। এছাড়া জেলার ৯ উপজেলায় প্রথম দিন টিকা গ্রহণের জন্য প্রায় সাড়ে ৪শ’ মানুষ নিবন্ধিত হয়েছেন।