প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২
পিরোজপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে দি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম এর নিজস্ব উদ্যোগে ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান এর দিক নির্দেশনায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি পিরোজপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর রাজ্জাক শেখ, সহ-সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, পরিচালক নির্মল কর্মকার,
মো: আবউদল হাই হাওলাদার, আসাদুজ্জামান মেরাজ, মো: মজনু তালুকদার, মো: আরিফ হোসেন, মো: আবু সাঈদ, মো: হারিছ শেখ, মহিউদ্দিন আকন্দ, সচিব রফিকুল ইসলাম পান্না প্রমুখ। এসময় ১০০ জনের মাঝে ১০০টি কম্বল ও ১০০টি সোয়েটার বিতরণ করা হয়।