প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩
ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মিলন কান্তি রায় তার সমর্থক ও কর্মীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ৫ হাজার মাষ্ক দিয়েছেন তিনি ।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়াতে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি পালন করেন তিনি।নিজের সমর্থকদের মুখে 'মিলন ভাইকে চেয়ারম্যান হিসেবে চাই' লেখা সংবলিত মাষ্ক পরিয়ে আনার সঙ্গে সঙ্গে সভাস্থলে থাকা বাকীদের মধ্যেও মাষ্ক বিলি করে তার সমর্থকরা।
জানতে চাইলে ধামরাইয়ের ৭ নং গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিলন কান্তি রায় বলেন, 'বর্তমানে করোনা ভাইরাসের মহামারীর জন্য সরকার সবাইকে মাষ্ক পরার নির্দেশ দিয়েছেন। জনসমাগম সীমিত আকারে করতে বলেছেন। আমি আমার নেত্রীর নির্দেশ মেনেই আমাদের সভাটি করা হচ্ছে।'
তিনি আরো বলেন, 'আমাদের বেশিরভাগ মানুষই অসচেতন। ফলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। যেনো সবাইকে মাষ্ক দেয়া যায়। জমায়েতের কথা মাথায় রেখে আমরা পুরো সভাস্থলে প্রায় ৫ হাজার মাষ্ক বিলি করেছি।এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২০ আসেনর সাংসদ আলহাজ্ব বেনজির আহমেদ করোনার টিকা নেয়ার জন্য সবাইকে রেজিষ্ট্রেশন করতে বলেন।