প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩১
“মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার” এই শ্লোগানকে ধারন করে বরিশালের বানারীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে (৫ ফেব্র“য়ারী) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বরিশাল-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম ৩ দিন ব্যাপী এ কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি শাহে আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব রাজনীতির মডেল, আজকে সমগ্র পৃথিবীর রাষ্ট্রপ্রধানগণ তাকে অনুসরণ করছেন। কোভিড-১৯ মহাদূর্যোগে যেভাবে তিনি দেশের মানুষের পাশে দাড়িয়েছেন তা কোনদিন আমরা ভুলতে পারবনা।
তিনি আরও বলেন, কৃষি প্রযুক্তি অনেক দুর এগিয়ে গেছে। কৃষি উপকরণ সহ সব কিছুতে সরকার ভর্তূকি দিচ্ছে। কাজেই ঘোরাফেরা না করে আপনারা উৎপাদনশীল হউন। বিশেষ অতিথির বক্তৃতায় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম ফারুক বলেন, কৃষকদের জন্য ভালো ফসল উৎপাদনের জন্য প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র এড. সুভাষ চন্দ্রশীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লাহ, কৃষিবিদ মোঃ আল আমিন, কৃষক সৈয়দ মেহেদি হাসান প্রমুখ।
কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ জালিছ মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, আওয়ামীলীগ নেতা গোলাম মির্জা, সাবেক চেয়ারম্যান মজিবুল ইসলাম টুকু, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ কাওসার হোসেন, কে এম শফিকুল আলম জুয়েল, সম্পাদক সুজন মোল্লাহ।