প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৯
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধ পথে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত দূর্গাপুর এলাকার মাঠ হতে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন-দূর্গাপুর একই এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে মো. সাদিকুর ইসলাম (৩২), মৃত ফজলুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), বুদাই মন্ডলের ছেলে মো. আসলামউল ইসলাম (২৭),
ইবরাহিম মন্ডলের ছেলে মো. জুয়েল রানা (৩০) ও ফয়েজ উদ্দিনের ছেলে মো.জাহাঙ্গীর আলম (২৭)।শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)‘র অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি,জি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-ভোরে চোরাকারবারীরা অবৈধ চোরাচালানের জন্য ভারতে প্রবেশের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তীতে চকিলাম বিওপির নায়েব সুবেদার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সীমান্তে ২৫৬/৩-আর এর পাঁচশত গজ অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেন।
পরে তাদের কে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিক ভাবে তারা অবৈধ পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করেন এবং তাদের কাছে কোন বৈধ্য কাগজ পত্র ছিলনা। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান হয় প্রেস বিজ্ঞপ্তিতে।