প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৫
মানহানি মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের সাজা দেয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শুক্রবার (৫ ফেব্র“য়ারী) সকালে পুলিশি বাঁধা উপেক্ষা করে নগরীর সদর রোড এলাকায় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ছাত্রদল নেতা-কর্মীদের হাতহাতির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।জানাগেছে, ‘বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে মুক্তিযোদ্ধার দায়েরকৃত মালায় বৃহস্পতিবার টাঙ্গাইলের আদালত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে।
এঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বরিশাল ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীরা ওই সমাবেশে যোগদানের জন্য আগরপুর রোড থেকে সদররোড হয়ে দলীয় কার্যালয়ে আসার পথে পুলিশি বাধার মুখে পড়েন।
তখন পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ধস্তাধস্তি ও ব্যানার টানাটানির ঘটনাও ঘটে। আগরপুর রোড থেকে বের হওয়া মিছিলটি দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয়। তবে শেষ পর্যন্ত পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সদস্য কাজী সজিব, জাহিদুল ইসলাম, মো. জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রদল আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু, সম্পাদক তালুকদার সজল, সরকারী বরিশাল কলেজ সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ। এর আগে সকাল ১০টার দিকে দলীয় কার্যলয়ে প্রতিবাদ সমাবেশ করে বরিশাল মহাগর যুবদল। যেখানে মহানগরের সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে নেতারা বক্তব্য রাখেন।
অপরদিকে, বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় দণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে ও মামলা প্রত্যাহার করার দাবিতে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল। মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।