প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৯
নওগাঁর সাপাহার উপজেলার মানিকুড়া গ্রামে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পল্লী সমাজের উদ্যোগে মঙ্গলবার বিকেলে শীববস্ত্র হিসেবে (চাদর ও কম্বল) বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পল্লী সমাজ-এর সভা প্রধান আন্জূয়ারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক প্রগতির কর্মী মোরশেদ আলী, ব্র্যাক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচীর পিও শহীদ পারভেজ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিও সীমা পারভীন সহ পল্লী সমাজের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।