প্রকাশ: ৮ জানুয়ারি ২০২১, ১৪:৫
মুজিব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দৃর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় বরাদ্দকৃত ১৪ টি ইউনিয়নের অসহায়, সুস্থ ও হতদরিদ্র পরিবারের জন্য শুকনো খাবার চেয়ারম্যানদের নিকট হস্তান্তার করেছেন উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
শুক্রবার (৮ জানুয়ারী) সকাল ১২ টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্তরে তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে চেয়ারম্যানদের নিকট ১৪ শত প্যাকেট শুকনো খাদ্য তুলে দেন। শুকনো খাবারের মধ্যে ছিলো.চাল,ডাল,লবন,চিনি,তেল,আটা,নুডুস।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভ’ইয়া,উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,যুগ্ন আহব্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চোরম্যান আলআমিন
সরকার,সলপ ইউপি চেয়ারম্যান শওকত ওসমান,পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন,বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।