প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:৩১
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী বাসুদেব মুখার্জি (৭২) উপজেলার রহমতপুর এলাকার মৃত সদয় মুখার্জির ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে ব্যবসায়ী বাসুদেব মুখার্জী রহমতপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে ব্রীজ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ সময় দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ঘন্টাব্যাপী মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করেন।