প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ২৩:১
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে উল্লাপাড়ায় র্যালী ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে এইচ টি ইমান পৌর মুক্ত মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী,আওয়ামিলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম,জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ,উপজেলা আওয়ামীলীগের সদস্য ফয়সাল কাদির রুমী,
পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী আমিরুল ইসলাম আরজু,উপজেলা যুবলীগের আহব্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসপন সবুজ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমাহমুদ সরকার প্রমুখ।