প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শেরপুরে জেলার ঝিনাইগাতী থানার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে শেরপুর ডায়াবেটিক সমিতি।
উক্ত অনুষ্ঠানে রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মালিঝকান্দা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম (তোতা) ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, শেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামিম হোসেন, ঝিনাইগাতী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম সামেদুল হক, সমাজকর্মী তাহমিনা জলি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহমুদুল হাসান রুবেল, শেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাজ্জাজ ইউসুফ,শেরপুর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তুষার আল নূর,ছাত্রনেতা আব্দুল মোতালেব,ছাত্রলীগ নেতা সৈয়দ রাকিব,হাবিল উদ্দিন (ইউপি সদস্য), মো. আশরাফ আলী, যুবলীগ নেতা মোহাম্মদ অলী, যুবলীগ নেতা আজাদুর রহমান (রাজিব) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
এসময় শেরপুর জেলা ছাত্রলীগের আইন সম্পাদক,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র তুষার আল নূর বলেন বিজয়ের মাসে শহীদ পরিবার ও শীতার্তদের পাশে দাড়াতে পেরে আনন্দিত,স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন।